আসসালামু আলাইকুম বাংলাদেশের তরুণ ছাত্রসমাজ এই দেশে স্বধীনতাকে ফিরিয়ে দিয়েছে, সেই স্বাধীনতা ও দেশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার্থে আসছে আগামী ৯ই আগষ্ট, শুক্রবার তারিখে আমরা বরুড়ার সকল ছাত্রজনতা আমাদের প্রিয় বরুড়াতে “ক্লীন আপ কর্মসূচী” আয়োজন করেছি। অনুগ্রহ করে দল মত নির্বিশেষে দলে দলে যোগ দিয়ে আমাদের এই কর্মসূচী সুষ্ঠুভাবে পালন করতে সারথি হওয়ার আহবান করা হচ্ছে।মানুষের মাঝে যেন কোন প্রকার আতংক না ছড়ায় তাই জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচী। স্থান: বরুড়া সরকারি কলেজ মাঠ আয়োজনে : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বরুড়া ছাত্রসমাজ।