বুধবার (১৪ ফেব্রুয়ারি) অরাজনৈতিক সংগঠন দাওয়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে ফজরের নামাজের পর দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিক পর্ব।
এই আলোচনায় অংশ নেন দাওয়াতে ইসলামীর মুবাল্লিগ মাওলানা মুহাম্মদ জাকির আত্তারী, মুহাম্মদ ইমরান আত্তারী, মাওলানা মুহাম্মদ রিয়াজ আত্তারী, মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম কাদেরি, মাওলানা নাইমুল হায়দার কাদেরী ও মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদী।
১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ১৬ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজ ও আখেরি মোনাজাতের মাধ্যমে। তিনদিনে দেশ বিদেশের সুন্নি স্কলার, আলেমে দ্বীন, ইসলামের মৌলিক বিষয়, আকায়েদ, আমল ও আখলাক নিয়ে সারগর্ভ বয়ান করবেন।