মীরসরাই থানা পুলিশের একটি টিম গতকাল ঢাকাগামী একটা ইউনিক পরিবহন বাস থেকে ৭৪০ পিস ইয়াবা উদ্ধার করে।
গতকাল, দুপুর ১২ টা ০৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই থানা পুলিশের একটি মহিলা টিম ঢাকাগামী একটা ইউনিক পরিবহন বাস থেকে তল্লাশি করে এক মহিলার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ৭৪০ পিস ইয়াবা উদ্ধার করেন। এ ইয়াবা ব্যাবসায়ির পরিচয় লিপি দাস লতা, পিতা অনাথ চন্দ্র দাস, সাং জাগতপুর, হোমনা, কুমিল্লা।
তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসা করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।