চট্টগ্রাম-সিলেট এবং ভিবিন্ন বিভাগেসহ গত ১২ ঘন্টায় ২ ভূমিকম্পন এবং গত ২৪ ঘন্টায় মোট ভূমিকম্পন ৪ বারর হয়েছে।
আজ ২২ জুন ২০২০-এ সকাল ১১ টা পর্যন্ত একাধিক বার ভূমিকম্প সৃষ্টি হয়। এ ভূমিকম্পের উৎপত্তি স্থান বাংলাদেশে না হওয়ায় তেমন অনুভূতি হয় নাই। তবে গবেষক রা জানিয়েছেন যে কোনো সময় খুব বড় ভাবে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভূমিকম্প গুলোর মধ্যে দুটি রেকর্ড হয়। যা (আজ) সোমবার সকাল ১০ টা ২৭ মিনিটে এবং একইদিন ১০ টা ৫১ মিনিটে। এ ভূমিকম্প গুলোর সম্পর্কে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বর্ণনা করে বলেন, এগুলোর কোনোটিই বাংলাদেশে উৎপত্তিস্থল নয়, যার কারণে অনুভূতি তেমন হয় নি। তারা আরো বলেন যে, এগুলোর উৎপত্তি সম্পূর্ণ বাংলাদেশের বিপরীতে যুক্তরাষ্ট্রের কাছাকাছি কোথাও হতে পারে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ আবহাওয়াবিদ মমিনুল ইসলাম বর্ণনা করে বলেন, কয়েকদিন ধরেই এমন নিয়মিত ভূমিকম্প রেকর্ড হচ্ছে। তবে এগুলো বাংলাদেশ থেকে অনেক দূরে। সতর্কতার স্বার্থে আমরা পর্যবেক্ষণ করছি। তবে এর কোনো প্রভাব বাংলাদেশে আশা করি পড়েনি, পড়ার শঙ্কাও কম।
এতে আরো বর্ণনা করে বলেন যে, ঢাকা থেকে মাত্র ৩৬৬ কিলোমিটার দূরে ভারত সীমান্তে গত ২৫ মে থেকে ৫.১ মাত্রায় একটা ভূমিকম্প সৃষ্টি হয়। এর ১ মাস না পার হতে ১২ ঘন্টার মধ্যে ২ টা ভূমিকম্প সৃষ্টি হয়। যার প্রথম টি ২১ জুন বিকাল ৪ টা ৪৬ মিনিটে যার কম্পন মাত্রা ৫.১ এবং গভীরতা ৩৯ কিলোমিটার। আর দ্বিতীয় টি আজ ২২ জুন সকাল ৪ টা ৪০ মিনিটে ভারত-মায়ানমার সীমান্তে যার মাত্রা ৫.৮ এবং গভীরতা ১০ কিলোমিটার ছিল।