দোকান পাট সব খোলা, কারও মুখে কোন মাস্ক নেই। জনসচেতনতা ও সামাজিক দূরুত্ব মেনে চলার ক্ষেত্রে নেই কোন তোয়াক্কা । কভিড-19 যেন মানুষের মুখে ও লকডাউন লকডাউন খেলায়। চায়ের দোকানে চলছে আড্ডাবাজি আর খোশ গল্প। এ যেন 2 মাস পূর্বের চিরচেনা সেই বাংলাদেশ। বিশেষ করে চান্দিনা ও বরুড়ার অবস্থা দেখলে মনে এইখানে করোনা বলে কিছু নেই। আর মোড়ে মোড়ে বাঁশ দিয়ে রাস্তা ব্লক করে করোনা প্রতিরোধ করা সম্ভব না, এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা।
আসুন সচেতন হই নিজে সুস্থ থাকি ও অন্যকে সুস্থ থাকতে সহায়তা করি।