খোশবাস বার্তা
গাজী জহিরুল ইসলাম।
খোশবাস বার্তার খোশ সমাচার
আনছে বয়ে সম্মান,
বস্তুনিষ্ঠ সংবাদ ও বলিষ্ঠ কন্ঠ
প্রাণে যোগায় সঞ্চার।
পত্রিকাটি হাঁটি হাঁটি পা পা করে
পঞ্চ বছর হলো,
খোশবাস বার্তার আলোর খবর
সবার নজর কাড়লো।
বাক স্বাধীনতার অনন্য এক স্তম্ভ
অনলাইন খোশবাস বার্তা,
বরুড়াবাসীর এক প্রাণের স্পন্দন
দেশ-বিদেশে জানা।
সুখে দুঃখের নানা তথ্য সম্ভার
তুলে আনছে মুঠোয়,
কলমের তুলিতে সত্যের কাহন
প্রাণকে চেতনায় জাগায়।
ন্যায় নীতিতে অটল পদচারণ
হচ্ছে সবার আস্থাভাজন,
অসহায়ের কথা জানিয়ে দিয়ে
হচ্ছে সবার আপন।
মহৎ কিছু মানবতার ফেরিওয়ালা
খোশবাস বার্তার চালক,
সত্যিই তাদের অসামান্য অবদান
এতো বিশাল অর্জন।
যেখানেই অবিচার সেখানেই প্রতিবাদ
বদলে দিবে সমাজ,
সম্ভাবনার এক অনন্য মুক্ত দুয়ার
খোশবাস বার্তাই প্রমাণ।
হাতে হাত রেখে সামনে যাবে
এইতো আসত প্রত্যয়,
সকলের ভালবাসায় আনবে বিজয়
দূর হবে যতো সংশয়।