শুভ চিন্তক তুমি মহাত্মা, তোমার শুভ রবিসত্তা,
সব বিচ্ছুরিত আলোর কিরণে দূর কর সব অজ্ঞানতা।
জগতের প্রয়োজনেই জীবন শুরু হে গুরু,
বিমূর্তের মূর্ত করে প্রিয়জন হয়েই সকলের হাল ধর।
মহাবিশ্বে প্রাপ্ত তোমার সব অর্জন
অবশেষে বিতরনে পাওয়া যায় বিজ্ঞান।
জ্ঞানের গভীরতা ভরা এক ধার্মিক,
ভুলের ঠিকানাটা বুঝিয়ে কর অনেক সঠিক।
তুমি প্রাণচঞ্চল বীণার ধ্বনি,
তোমার সুরে সুর মিলিয়ে সবাই ঋণী।
শাশ্বত জ্ঞানী, সততার ব্রতে তুমি গুণী ;
শত শত শুভবুদ্ধির অহমে তুমি ভুবনবিজয়ী ধনী।