বাংলাদেশী লেখক মোতাহের হোসেন চৌধুরী এর রচিত “শিক্ষা ও মনুষ্যত্ব” প্রবন্ধটি নবম-দশম শ্রেণীর পাঠ্য বই বাংলা সাহিত্য (বাংলা প্রথম পত্র) তে প্রকাশিত হয়। যেখানে উক্ত প্রবন্ধের কবি পরিচিতিতে প্রথম বাক্য “মোতাহের হোসেন চৌধুরী ১৯০৩ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন।”
এবং এ একই লেখকের রচিত “জীবন ও বৃক্ষ” নামের আরেকটা প্রবন্ধ প্রকাশিত হয় একাদশ-দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই সাহিত্য পাঠ (বাংলা প্রথম পত্র) তে। এখান প্রবন্ধটির লেখক পরিচিতিতে প্রথম বাক্য “মোতাহের হোসেন চৌধুরীর জন্ম ১৯০৩ খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার কাঞ্চনপুরে।”
এখন প্রশ্ন থাকে একই লেখকের জন্ম পরিচয় দুই টি কিভাবে হতে পারে। কখনো দুই টি হওয়া সম্ভব না। তাহলে একটা তো অবশ্যই হতে হবে। এবং সে সঠিক জন্ম পরিচয় কোনটা? এ নিয়ে শিক্ষার্থীদের কাছে প্রশ্ন থেকে যায় যে পরিক্ষায়এ প্রশ্ন আসলে উত্তর কোনটা হবে? তখন হয়তো একটা নির্দেশনা আসবে, “নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উত্তর হবে তাদের নিজস্ব পাঠ্য বইয়ে যে স্থান টা উল্লেখ আছে সেটা হবে আর একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের পাঠ্য বইয়ে যেটা উল্লেখ আছে সেটা হবে।” যদিও এ দুই শ্রেণীর জন্য এটা সমাধান হতে পারে তারপর তারা আরো উচ্চতর পর্যায়ে গিয়ে তখন কি করবে? তখনও কি অন্য আরেকটা উত্তর আসবে এবং সে উত্তর টা ব্যাবহার করতে হবে নাকি সব মিলিয়ে সঠিক উত্তর টা হাতে পাবে? প্রশ্ন টা থেকেই যায়।