সকাল টা এখন আগের মতো নয়
হয়েছে সুপ্রভাতের, শুভ সকালের পরাজয়।
অজানা এক ভাইরাসের বিষাদ রুপে
প্রতিটা সকাল ভাসতেছে কান্নার স্তুপে।
প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে
চিলো বেঁচে থাকার যত ইচ্ছে।
প্রতিবার মনে হচ্ছে এবার গেলো দম পুরিয়ে
মৃত্যুর দুয়ারে এখন সব হারিয়ে।
হে মহান আল্লাহ্ দয়াময় পরম করুনাময়
এ সকল কিছু আপনার ইচ্ছেতে হয়।
যদি থামিয়ে দেন এ ভাইরাস
পৃথিবী টা ফেলবে স্বস্তির নিঃশ্বাস।
মুক্তি পাবে গৃহ বন্দী মানুষ যত
মুক্তি পাবে মুক্ত পাখির মতো।
চারোদিকে হাহাকার পৃথিবী টা অচল
সুখময় আনন্দ কোলাহলে ফিরবে সচল।
হে মহান আল্লাহ্ দয়ার সাগর
হেফাজত আর হেদায়েত করুন সবাইকে
আর একটি বার মাপ করে সুযোগ দিন
আপনার সৃষ্টির মানুষ গুলোকে।