নানা রংয়ের নানান ফুল ফুঁটে গাছে গাছে,
সুবাস বিলিয়ে যায় আশেপাশে।
বনে বনে অপরূপ মহত্তম জাগরণে
শোভা পায় এখানে ওখানে ভুবনে।
ঘ্রানে ঘ্রাণে প্রেম জাগে মানবমনে
প্রানে প্রানে ঝংকার নূপুর নিক্কণে,কাব্য-কবিতা-গানে।
পাখিরা সব উড়ে বেড়ায়
খাবারের খোঁজে এ পাড়ায় ও পাড়ায়।
মানবের শত্রু পোকামাকড় ধ্বংস করে
তারা নীড়ে ফিরে এসে আরামে ঘুমায়।
ইলিশেরা সব আসে প্রসন্নচিত্তে
সাগর পেরিয়ে নদীর প্রান্তে।
মানবের হাতে বংশ তুলে দিয়ে
সাগরের পাণে পাড়ি দেয় নিশ্চিন্তে।
দলবেঁধে রাজ্যপাট তৈরি মৌমাছি কর্তৃক,
আঁটবেঁধে থাকে রাণী থাকে সৈনিক,
তাই রাজা,উজির, নাজির সবাই পারিবারিক।
নাই হিংসা নাই হানাহানি পারস্পরিক,
দেখায় সোজা সহজ জীবন যাপনে তারাই সামাজিক।