1. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  2. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  3. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
খোশবাস বার্তা

হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেহের কে হারিয়ে ফাইনালে খোশবাস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৯ বার পঠিত

কুমিল্লার চান্দিনার ফাওঐ একাদশ এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে মেহের ফুটবল একাদশকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে খোশবাস নবজাগরণ ফুটবল ক্লাব।

শনিবার (২৯নভেম্বর) বিকেলে চান্দিনা উপজেলাধীন ফাওঐ এ,এম,এফ উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

মেঘাচ্ছন্ন আকাশ বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে হাজার হাজার ফুটবল প্রেমী উপস্থিত হয়েছে এ,এম,এফ উচ্চ বিদ্যালয় মাঠে। দর্শকরা মন ভরে দেখেছে ফুটবলের অন্য রকম সৌন্দর্য। মেহের একাদশ খেলা শুরুর কয়েক মিনিট পরেই খোশবাস নবজাগরণ ক্লাব কে ১টি গোল করে। গোল খেয়ে বিষধর শাপের মত ফুঁসে উঠে খোশবাস ক্লাব, ১৫ মিনিট না যেতেই মেহের একাদশ ক্লাবের জালে বল ডুকিয়ে সমতায় নিয়ে আসে। উচ্ছ্বাস আনন্দে ফেটে পড়ে খোশবাস থেকে যাওয়া শত শত ফুটবল প্রেমীরা। খেলার একেবারে শেষ পর্যায় এসে মেহের একাশ ক্লাব আবারো খোশবাস নবজাগরণ ক্লাবের জালে বল ডুকিয়ে নিজেদের আনন্দ এবং সাম্বা নাচ নাচতে থাকে, হতাশায় ডুবে গিয়েছে খোশবাস এলাকার দর্শক শ্রোতারা।কেউ কেউ হতাশা নিয়ে বাড়ি ফেরার পথে আবার কেউ দুই হাত তুলে প্রার্থনায় ব্যস্ত ছিল যেন সমতা চলে আসে। দর্শকের প্রার্থনায় উজ্জেবিত খোশবাস নবজাগরণ ক্লাব খেলার একেবারে শেষ মুহূর্তে এসে মেহের একাদশ ক্লাবের জালে বল ডুকিয়ে দেয়। সাথে সাথে উৎসুক জনতা আনন্দের জোয়ারে মাঠে ডুকে উল্লাস শুরু করে। আরো কয়েক মুহূর্ত খেলা শেষে উভয় দল দুই দুই গোলে সমতা আনে। দিন ছোট আকাশ কিছুটা অন্ধকার হয়ে আসলেও দর্শক এইবার খেলার সমাপ্তি না দেখে বাড়ি ফিরবে না, তাই সকলের মোবাইল প্লাস লাইট জ্বেলে আলোকিত করেছে মাঠ। অবশেষে ট্রাইবেকারে গিয়ে মেহের একাদশ ক্লাব কে ০৩-০১ গোলে হারিয়ে ফাইনালের মুকুট পড়েন খোশবাস নবজাগরণ ক্লাব।

উচ্ছ্বসিত খোশবাস নবজাগরণ ক্লাবের কয়েকজন সদস্য খোশবাস বার্তাকে জানান, সব সময় খোশবাস এলাকার সুনাম বয়ে আনার জন্য আমাদের ক্লাবটি ফুটবল খেলে থাকে। ফাও মাঠে প্রতি বছর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে কুমিল্লার বিভিন্ন অঞ্চল থেকে অনেক বড় বড় ফুটবল টিম অংশগ্রহণ করে থাকে। এই মাঠে বিভিন্ন সময় নাইজেরিয়ার খেলোয়ারও আসে। তাই প্রতি বছর এই মাঠে খোশবাস নবজাগরণ ক্লাব অংশগ্রহণ করে থাকে,আমাদের বিশ্বাস আমরা ফাইনাল খেলে জয়ী হয়ে বাড়ি ফিরব।

খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
corona safety
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৪
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417