শনিবার (৫ মার্চ) বিকেল ৫টায় রাজধানীর বনানীতে আইসপিএবি এর কার্যালয়ে এর আয়োজন করা হয়।
এ সময় আইএসপিএবি’র প্রেসিডেন্ট আইটি সেক্টরে বিআইটিপিএফসি’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন ‘বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশে রুপান্তর করতে সকল আইটি সংগঠনগুলোকে একত্রে হয়ে কাজ করার বিকল্প কিছু নেই’।
এছাড়া বাংলাদেশ আইএসপিএবি’র পক্ষ থেকে বিআইটিপিএফসি’র সকল কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।
উল্লেখ্য বিআইটিপিএফসি বাংলাদেশের আইটি প্রোফেশনালদের জন্য একটি সক্রিয় প্ল্যাটফর্ম। এই সংগঠনে এপর্যন্ত প্রায় ৮ হাজার এরও বেশি সদস্য রয়েছে।
সাক্ষাৎ অনুষ্ঠানে বিআইটিপিএফসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সালেহ মোবিন, ভাইস প্রেসিডেন্ট ফারুক আজম এরশাদ ও সাজ্জাদ হোসেন, নাহিদা আক্তার, মিকাইল ভূইয়া, নুরুল হক শাহিন, জুয়েল রানা, মুকিদুর রহমান তনয় ও আসিফ ইকবাল সৈকত