কুবিতে রোভার স্কাউটের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা উদ্বোধন অনুষ্ঠান ২০২২
০১ – ০৩ মার্চ ২০২২
কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপের আয়োজনে তিনদিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১মার্চ) বিকেলে ৫ টায় স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ও ইউনিট লিডার মো.জিয়া উদ্দিন এবং গার্ল-ইন-ইউনিট লিডার জান্নাতুল ফেরদৌস।
নবাগত রোভার সহচর স্তর থেকে সদস্য স্তরে উন্নীত হওয়ার লক্ষ্যে এবারের ক্যাম্পে অংশ নিচ্ছে প্রায় ৬০জন রোভার সহচর। এ ক্যাম্প চলাকালীন সময়ে রোভারদের স্কাউটিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে স্কাউটের সার্বিক বিষয়গুলো সম্পর্কে অবগত করা হবে।
সিনিয়র রোভারমেট আব্দুর রহমান, গার্ল ইন রোভার মেট সুভা ইয়াসমিন, রোভার মেট রাশেদুর বলেন, অনেকদিনের স্বপ্ন ছিলো ইউনিটের সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে এই আয়োজনটি করার। রোভারদেরকে স্কাউটিং বিষয়ে দক্ষ করে তোলার জন্যই স্কাউটের নিয়মিত সিলেবাসের অংশ হিসেবে আমরা এই ক্যাম্পের আয়োজন করেছে
উল্লেখ্য, রোভার স্কাউটস সিলেবাস অনুযায়ী সর্বোচ্চ প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড(পিআরএস) অর্জনের জন্য রোভার সহচরদের সিলেবাস ভিত্তিক বিভিন্ন স্তর ও কার্যক্রম সম্পন্ন করতে হয়। এরই অংশ হিসেবে ৩রা মার্চ রোভারগণ দীক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে সদস্য স্তরে উন্নীত হবে।
বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ২০২২
ইউনিটঃ- কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্কাউট গ্রুপ