ফেনী শহরে এক ছাত্রের বাবার কাছে মাদ্রাসার বকেয়া বেতন চাওয়ায় মাদ্রাসার শিক্ষককে কুপিয়ে জখম করলো ছাত্রের বাবা। সে ছাত্রের বাবাকে RAB-7 ফেনী ক্যাম্পের সদস্যরা গ্রেফতার করেছে। তাকে আসামি করে মাদ্রাসা শিক্ষক বাদি হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
গত রোববার বিকেলে ফেনী ফালাহিয়া মাদ্রাসা শিক্ষক মামুনুর রশিদ তার মাদ্রাসার ৭ম শ্রেণীর এক ছাত্রের বাবার কাছে মাদ্রাসার বকেয়া বেতন চায়। মাদ্রাসা বেতন ৮ হাজার টাকা দু মাসের (আবাসিক)। বেতন চাওয়ার পর ছাত্রের বাবা ক্ষিপ্ত হয়ে শিক্ষক মামুনুর রশীদ কে প্রকাশ্যে কুপিয়ে জখম করে।
আক্রমণ কারীর ছবি ও সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। ভুক্তভোগী হাফেজ মাওলানা মামুনুর রশীদ সদর উপজেলার গোবিন্দপুরের বাসিন্দা।