আজ ১৫ জুন ২০২০-এ করোনায় মোকাবিলায় নতুন তথ্য দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। যা হলো, কোনো করোনা ভাইরাসে আক্রান্ত রুগী যদি হাসপাতালে চিকিৎসার অভাবে মারা যায় তাহলে এ মৃত্যুকে “অবহেলিত মৃত্যু” হিসেবে গণ্য করতে হবে। এবং এ অবহেলা যদি ব্যাক্তি বা প্রতিষ্ঠানের জন্য হয় থাকে তবে সে অবহেলাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করতে হবে। যা বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী শাস্তি যোগ্য অপরাধ। বাংলাদেশের সকল সরকারি নির্দেশনার বাস্তবায়ন চেয়ে দায়ের করা এক রিটের প্রেক্ষাপটে হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ আজ(সোমবার) এই আদেশ দিয়েছে।
যেকানে রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বলেছেন, আদালত দেশের স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের জন্য ১০ দফা নির্দেশনা দিয়েছে।
আন্যদিকে আদালত বলেছে, “গুরুতর অসুস্থ রোগী চিকিৎসা না পেয়ে মারা গেলে তা ‘অবহেলাজনিত মৃত্যু’ বলে বিবেচিত হবে। অবহেলাজনিত মৃত্যু ফৌজদারি অপরাধ, তাই জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।”