দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৯৬৯ জন রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছে ১১ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৬৬০ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন ২৫০ জন ।
নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৬ হাজার ৭৭৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৭ টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।
তিনি বলেন, আরও ২৪৫ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। এ নিয়ে মোট ৩ হাজার ১৪৭ জন আক্রান্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তিনি সকলকে ঘরে থাকার এবং কিছুক্ষণ পর পর নিয়মিত সাবান পানিতে হাত ধোয়ার পরামর্শ দেন।