কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের হাতে আজ ১১মে বরুড়া উপজেলা প্রশাসন ত্রাণসামগ্রী প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুল ইসলাম বলেন, আনসার ও ভিডিপি বাহিনী নির্বাচনকালীন দায়িত্বপালন, দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলা, আইন-শৃঙ্খলা বজায় রাখা, বাজার নিয়ন্ত্রণ, ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ নানাবিধ কাজে প্রশাসনের সাথে একাত্ম হয়ে আন্তরিকভাবে কাজ করে থাকে৷ আনসার ও ভিডিপি ডিপার্টমেন্টের পক্ষ হতে তাদের বাহিনীর সদস্যদের জন্য ত্রাণ সামগ্রী প্রদান করেছি। আমরা তাদের কে কাজের প্রতি আরো দায়িত্বশীল হওয়ার জন্য আমাদের প্রশাসন থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷