বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে সুবিধাবঞ্চিত মানুষদের আয় রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় পবিত্র মাহে রামাদানে অনেক কষ্টের স্বীকার হতে হচ্ছে প্রতিনিয়ত।
চান্দিনা উপজেলার অন্তর্গত মাইজখার ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম কামারখোলা। কামারখোলা গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের দুঃখ লাঘবে এগিয়ে এসেছে কামারখোলা কমিউনিটি কমপ্লেক্স জামে মসজিদের তরুণ উদ্যোক্তারা।
তারা প্রতিদিন প্রথম রামাদান থেকে শুরু করে এ পর্যন্ত কামারখোলা গ্রামের ১১০ সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ইফতার বিতরণ করে চলেছেন।
তরুণদের মধ্যে মোঃ খোরশেদ আলম খোশবাস বার্তাকে বলেন, কামারখোলা পশ্চিম পাড়া কমিউনিটি কমপ্লেক্স জামে মসজিদের যুবক ধর্মপ্রাণ মুসল্লিদের সৌজন্যে প্রথম রমজান থেকে ৩০ রমজান পর্যন্ত প্রতিদিন কামারখোলা গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ হবে। তিনি বলেন,কামারখোলা গ্রামের প্রবাসী,বিত্তশালী,চাকরীজিবীদের প্রতি আমি কৃতজ্ঞ তাঁরা আমাদের ডাকে সাড়া দিয়ে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন।
কামারখোলা গ্রামের মত ঐক্য গড়ে উঠুক বাংলার প্রতিটি গ্রামে গ্রামে।