নিহতরা হলেন- ওসমানীনগর উপজেলাধীন পশ্চিম ব্রাহ্মণগাঁও গ্রামের কামরুজ্জামানের দুই শিশুকন্যা খাদিজা (২) ও করিমা (৪), একই গ্রামের ফজলু মিয়ার শিশুকন্যা আরিফা (১২), মৌলভীবাজার সদর উপজেলার ভাদ্র গ্রামের আওয়াল মিয়ার স্ত্রী হামিদা (২৮) ও ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে অটোরিকশা চালক জুনেদ (২৮)। এছাড়া একজনের নাম জানা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী মামুন বাস শেরপুরগামী অটোরিকশা (সিএনজি) কে চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকশার ২ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আরো ৪ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে সকলেই একই পরিবারের হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
এর আগে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক ঢাকা-সিলেট মহাসড়কের ভাঙ্গা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহতের খবর নিশ্চিত করলেও হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা যান। ওসমানী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কায়সার খোকন বিষয়টি নিশ্চিত করেছেন