৩১ জুলাই শুক্রবার সকাল সাড়ে সাতটায় ওসমানীনগর থানার বড়াইয়া চাঁনপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, সিলেটগামী কার যার নং (চট্র মেট্রো- গ ১১-১৯২০) ও ঢাকাগামী কুমিল্লা ট্রান্সপোর্ট এর মধ্যে মুখোমুখী সংঘর্ষে কারে থাকা পাঁচজনই ঘটনাস্থলে নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, ওসমানীনগর থানার সেকেন্ড অফিসার সুজিত চক্রবর্তী জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাটার মেশিন দিয়ে প্রাইভেট কার ও বাসের সামনের অংশ কেটে মৃতদের বের করে নিয়ে আসাহহয় এবং নিহত ও আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।