ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের তত্ত্বাবধানে রোববার (২৬ জুলাই) বিকালে এসআই নিতাই লাল রায় এর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার দরবস্ত থেকে তাকে আটক করে। আটক কন্টাই উপজেলার কলাগ্রামের বরকত উল্লাহর ছেলে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই নিতাই লাল রায় বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, মাদকের সাথে যুক্ত ব্যবসায়ী এবং সেবনকারী পরিবার ও সমাজের শত্রু।তিনি আরও বলেন,মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে।