ইতিমধ্যে পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নের নিম্নাঞ্চলবানের পানিতে তলিয়ে গেছে।
অনেক জায়গায় গ্রামীণ রাস্তা-ঘাট, মৎস্য খামার বানের পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি শত শত বাড়ি-ঘরে ঢুকে পড়েছে বন্যার পানি। কানাইঘাট বাজারেও বানের পানি ঢুকে পড়েছে। কানাইঘাট উত্তর বাজারে হাটু সমান পানি, পূর্ববাজারের খেয়াঘাট ও দক্ষিণ বাজারের কামারপট্রি হয়েও বাজারে পানি ঢুকছে।
মঙ্গলবার বিকাল পর্যন্ত কানাইঘাট সুরমা নদীর পানি বিপদসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে বন্যার সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।