আজ ২১ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাসটি শরীফগঞ্জ থেকে জকিগঞ্জ বাজারে নিয়ে আসার পথে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ইলাবাজ কওমী মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল মুছাব্বির, রারাই গ্রামের সুমন আহমদসহ ৪/৫ জন আহত হয়েছেন।
অদক্ষ চালকের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পৌর মেয়র হাজী মো: খলিল উদ্দিন জানান, দুর্ঘটনায় ডেপুটি কমান্ডার আব্দুল মুতালিবের মাথা ফেটে গেছে। তিনি ঘাড়, আঙ্গুল, পাসহ শরীরের নানা স্থানে আঘাত পেয়েছেন। আহতেরা জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
জকিগঞ্জ থানার এসআই সম্রাজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।