জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির উপলক্ষ্যে আজ ১৬ জুলাই বৃহস্পতিবার বিকাল ৩.৩০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফলদ, ঔষুধী, বৃক্ষের চারা রোপনের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম।
এ সময় স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন, ৩নং ইউপি চেয়ারম্যান আলি হোসেন কাজল। এবং বিভিন্ন সামাজিক ও রাজনীতিক সহ উপজেলা প্রশাসনের কর্মচারী বৃন্দ উপস্তিত ছিলেন