জানা যায়,পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসেরের নেতৃত্বে উপজেলা পশ্চিম লোহারমহল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল জকিগঞ্জের পশ্চিম লোহার মহল গ্রামের নুর উদ্দিনের ছেলে ফারুক আহমদ (৩৫), একই গ্রামের আব্দুল মোক্তাদিরের ছেলে আব্দুল হাসিব (৪৬) এবং গোয়াইনঘাট থানার আঙ্গারজোর গ্রামের ওয়াতির আলীর ছেলে জাহির উদ্দিন ওরফে জহির।
এ ঘটনায় এসআই বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,করোনা পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান অব্যাহত রাখতে সম্প্রতি পুলিশ সুপার মহোদয় কঠোর নির্দেশনা প্রদান করেছেন। এরই প্রেক্ষিতে জকিগঞ্জে ১১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।