নদীর পাড়ে বালু বোঝাই নৌকা বাঁধা অবস্থায় উজান থেকে নেমে আসা ঢলের তীব্র স্রোতে অপর একটি নৌকার ধাক্কায় বালু বোঝাই নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা ১১ জন শ্রমিক ছিটকে পড়েন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ।
তিনি বলেন, বালু ভর্তি নৌকা নদীর তীরে বেঁধে রেখে ১১ জন শ্রমিক ঘুমিয়েছিলেন। রাত ২ টার দিকে উজান থেকে নেমে আসা নদীর তীব্র স্রোতে অপর আরো একটি নৌকার ধাক্কায় বালু বোঝাই এ নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে ডুবুরিদল উপস্থিত হয়ে ও স্থানীয়দের সহযোগিতায় ৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও ২ জন এখনো নিখোঁজ রয়েছেন।