মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের কমলগঞ্জ বাজারের পাশে নওয়াই চক দক্ষিণ গ্রামে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
ভিডিওটিতে বৃদ্ধ জমির উদ্দিনের স্ত্রী ও তার ছেলেরা মিলে তাঁকে হাত-পা বেঁধে নির্যাতন করতে দেখা যায়।
জানা যায়, বৃদ্ধ জমির উদ্দিন সন্তানদের না জানিয়ে ঋণ গ্রহণ করেছিলেন। এমনকি গরু বিক্রি করে টাকা না দেওয়ার কারণে এমন নির্যাতন তারা চালিয়েছে। জমির উদ্দিন বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যায়।