1. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  2. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  3. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
খোশবাস বার্তা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কানাইঘাটে একজনের মৃত্যু

ফজলে রাব্ব রাহি
  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৬৯০ বার পঠিত

কানাইঘাটে মামুনুর রশিদ (৩৫) নামে এক ইলেক্ট্রিশিয়ান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল পুরানফৌদ গ্রামের আব্দুল করিমের পুত্র তিন সন্তানের জনক ইলেক্ট্রিশিয়ান মামুনুর রশিদ গতকাল রবিবার রাতে বাণীগ্রাম ইউনিয়নের বাউরভাগ নয়াগ্রামের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের বোন নাসিমা বেগমের বাড়িতে একটি পানির মটরের ত্রুটি মেরামতের কাজ করতে যান।

ঐ বাড়ির লোকজন জানান, পানির মটরের কাজ করার সময় হঠাৎ করে বিদ্যুৎপৃষ্ট হয়ে মামুনুর রশিদ মারা যান।

মামুনুর রশিদের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনরা নাসিমা বেগমের বাড়িতে ছুটে যান এবং পুলিশ খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানাতে নিয়ে আসেন।

পরবর্তীতে সিওমেক হাসপাতালে নিহতের ময়না তদন্ত শেষে তার জানাযা ও দাফন কাজ সম্পন্ন হয়।

এ ঘটনায় নিহত মামুনুর রশিদের ভাই আবুল কালাম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মামুন রশিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন।তবে ময়না তদন্তের রির্পোটে যদি কিছু পাওয়া যায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।।

খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
corona safety
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৪
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417