নিহত যুবক কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের কাপ্তানপুর গ্রামের রকুতুব অালীর ছেলে ইফজাল অাহমদ (২৮)। সে কোরঅানে হাফেজ ও সিলেট এমসি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, নগরীর উপশহরের বি-ব্লকের ১৮ নাম্বার রোডের ৩ নাম্বার বাসার নিচে ওই যুবকের লাশ পাওয়া যায়।
ইফজাল প্রায় ৫ বছর থেকে তার বড় বোনের সাথে ঐ বাসায় থাকতেন।
শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি)ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান উপশহরে একটি মরদেহ পড়ে আছে শুনে পুলিশ সদস্য সেখানে গিয়ে লাশ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়,যুবক রাত্রে তার পরিবারের সদস্যদের সাথে ঘুমিয়ে ছিল।পরে সকালে তাকে ঘরে দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করেন। একপর্যায়ে বাড়িত পিছনে গিয়ে তার মরদেহ পরে থাকতে দেখেন তার পরিবারের সদস্যরা। পরে পরিবারের সদস্য দের চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।