কানাইঘাটের ৪নং সাতবাঁক ইউপির চরিপাড়া করডি গ্রামের আজির উদ্দিনের ছোট ছেলে আব্দুল মনাফ (কৈয়া) (২৫) মঙ্গলবার (২৩ জুন) সকাল অনুমান ৯টায় তার বাড়ি থেকে কয়েকটি গরু নিয়ে বাড়ির সামনে স্থানীয় লোভারমূখ বাজার সংলগ্ন স্থানে সুরমা নদী পার হতে গিয়ে সে নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে ব্যাপক খোঁজাখুজি করে তার কোন সন্ধান পান নি।
একপর্যায়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে কয়েক ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে তার সন্ধান পাওয়া যায় নি।।। আজ বুধবার এ রিপোর্ট লিখা পর্যন্ত তার কোন সন্ধান মিলে নি।।
ধারনা করা হচ্ছে তার সলিল সমাধি ঘটেছে। মনাফের কোন সন্ধান না পাওয়ায় তার পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে মাতম চলছে।