এলাকাবাসী সূত্রে জানা যায়, ২২ জুন সোমবার বিকেল অনুমান ৫টার সময় জৈন্তাপুর উপজেলার চাঙ্গীল এলাকায় সিলেট তামাবিল মহাসড়কে প্রথমে ট্রাক অটোরিক্সা টমটমকে চাপা দিলে তখন মোটর সাইকেল অটোরিক্সা’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক সেলিম আহমদ (২৮) কে মৃত ঘোষনা করেন। তিন জন আহত হয়েছে,
আহতরা হলেন লিটন (৩০), আল আমিন (২০), লিগেল (৩১), তবে তাদের ঠিকানা জানা যায়নি। আহতদের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করেছেন বলে জানা যায়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা’র অফিসার ইনচার্জ শ্যামল বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স প্রেরণ করেছি এবং স্থানীয়দদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।