1. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  2. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  3. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
খোশবাস বার্তা

সিলেটের জৈন্তাপুরে কিশোরী ধর্ষণের চেষ্টা

ফজলে রাব্বি রাহি | সিলেট
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ জুন, ২০২০
  • ১০৯৩ বার পঠিত

কাপড় ও টাকার লোভ দেখিয়ে জৈন্তাপুরে কিশোরী ধর্ষণের চেষ্টা। ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের।

সিলেটের জৈন্তাপুরে মহাসড়ক থেকে ১৬বছরের এক কিশোরী কে নয়াখেল আগফৌদ হাওরে ফিসারির পাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনায় তিন যুবকের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন ১.জৈন্তাপুর উপজেলার আগফৌদ পাঁচসেউতি গ্রামের বারাম লন্ডনীর ছেলে শাহীন আহমদ (৩০), ২.সারীঘাট ঢুপি গ্রামের আব্দুস সালামের ছেলে ফয়জুল হক (৩৫) এবং ৩.নয়াখেল গ্রামের আহমদ আলীর ছেলে তৈয়ব আলী (৪০)।

পুলিশ সুত্রে জানা যায় যে, গত মঙ্গলবার (১৬জুন) বিকাল ৫টায় কিশোরী গাড়ির জন্য অপেক্ষা করছিল। তখন অভিযুক্ত ৩জন এসে তাকে কাপড় ও টাকার লোভ দেখিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু কিশোরী তাদের সাথে যেতে না চাওয়াতে অভিযুক্তরা তাকে যোর পূর্বক একটি টমটম গাড়িতে করে মহাসড়ক থেকে নয়াখেল আগফৌদ গ্রামের হাওড়ে ফিশারির পাড়ে টিনশেড ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এতে তার আত্যচিৎকার শুনে আশেপাশের লোকেরা দৌড়ে আসাতে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দায়েরকৃত মামলা সুত্রে জানা যায় যে, কিশোরী ভিক্ষা করে তার জিবীকা নির্বাহ করে। নিকটস্থ উপজেলা কানাইঘাটে তার গ্রামের বাড়ি।

জৈন্তাপুর মডেল থানার ওসি শ্যামল বণিক স্যার জানান, আজ বুধবার উক্ত ঘটনার মামলা করা হয়েছে। এবং শারীরিক পরিক্ষার জন্য কিশোরীকে ওসিসিতে পাটানো হয়েছে।

খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৫
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417