বৃহস্পতিবার (১৮জুন) থেকে সিলেট সিটি করপোরেশনের ১ নম্বর থেকে ২৪ নম্বর ওয়ার্ড লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সিলেটে সার্কিট হাউসের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও উপজেলা গুলো কিভাবে লকডাউন হবে সেই বিষয়েও আলোচনা হয়েছে।
সিভিল সার্জন বলেন , এবারের লকডাউন কঠোর হবে।
তিনি আরও বলেন, উপজেলা নিয়েও আমরা সিদ্ধান্ত নিয়েছি। যেমন এক ইউনিয়নে যদি কোন বাড়িতে তিনজন রোগী থাকে তাহলে পুরো ইউনিয়ন লকডাউন হবে নাকি শুধু সে বাড়িটি লকডাউন হবে এসব বিষয়ে আলোচনা হয়েছে।