1. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  2. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  3. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
খোশবাস বার্তা

সিলেটের কানাইঘাটে স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার থাবা, চিকিৎসক সংকট

ফজলে রাব্বি রাহি
  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৬৭৭ বার পঠিত

করোনার থাবায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচওসহ কয়েকজন চিকিৎসক আক্রান্ত হওয়ায় দায়িত্বপ্রাপ্ত ডাক্তারদের সংকট দেখা দিয়েছে। এতে করে হাসপাতালে চিকিৎসা সেবা অনেকটা ব্যাহত হচ্ছে।

জানা যায়, করোনার প্রার্দুভাব দেখা দেওয়ার পর গত ২৮ মে হাসপাতালের টিএইচও ডা. শেখ শরফুদ্দিন নাহিদ করোনা আক্রান্ত হলে ভারপ্রাপ্ত টিএইচও’র দায়িত্ব দেয়া হয় আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল হারিছকে। তিনিও করোনার নমুনা দিলে গত ৮ জুন তার রিপোর্ট পজেটিভ আসে। এরপর ভারপ্রাপ্ত হিসেবে মেডিকেল অফিসার ডা. ফয়জুর আহমেদুজ্জামান খানকে দায়িত্ব দেওয়া হলে তারও করোনা রিপোর্ট গত ১০ জুন পজেটিভ আসে।

হাসপাতাল সূত্রে জানা যায়, এমবিবিএস চিকিৎসক ডা. কুলছুমা বেগম আপাতত অফিসিয়াল দায়িত্ব পালন করছেন।

করোনায় আক্রান্ত হন হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. উৎপলেন্দু বিশ্বাস। কিন্তু তার করোনা রিপোর্ট পরবর্তীতে নেগেটিভ আসে। তিনি সুস্থ থাকলেও তার হার্টে রিং থাকায় আপাতত বিশ্রামে আছেন।

আক্রান্তদের মধ্যে টিএইচও ডা. শেখ শরফুদ্দিন নাহিদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। করোনায় আক্রান্ত অপর চিকিৎসকগণও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গেছে।

খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
corona safety
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৪
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417