হবিগঞ্জের মাধবপুরে নো থ্যাংকস সামাজিক সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী বর্তমান বিশ্ব ও শেশীয় করোনার বিরূপ পরিস্থিতির মধ্যে ঘরোয়া আয়োজনে অনাড়ম্বর ভাবে পালিত হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী। শুক্রবার (৫-জুন) সকালে এ সময় উপস্থিত ছিলেন
নো থ্যাংকস সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক অলক রায়, উপদেষ্টা টিটু দে সরকার, নান্টু রায়, রবিন বনিক,অজয় রায়, আরও উপস্থিত ছিলেন নো থ্যাংকস সামাজিক সংগঠনের সভাপতি নয়ন রায় সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী এবং উপস্থিত
ছিলেন সাংবাদিক লিটন পাঠান, অলক রায়, ও নো থ্যাকসের সলক সদস্যরা এবং অনুষ্ঠান শেষে আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নো থ্যাকস সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরজিদ ও মন্দিরসহ ও আসে পাশের এলাকায় বৃক্ষ
রোপন কর্মসূচী পালিত হয়েছে এ সময় নো থ্যাকস সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক অলক রায়, বলেন
কোভিড-১৯ এর তান্ডবে সারাবিশ্বের মানুষ যখন বিপর্যস্ত তখন প্রকৃতিতে ফিরেছে প্রাণ গত তিন চার মাস ধরে
পৃথিবীর মানুষ এক প্রকার ঘরবন্দি প্রকৃতির ওপর চালানোর অবিচার কমে আসায় প্রকৃতি যেন নিজেকে মেলে ধরেছে ফিরেছে স্বমহিমায় এই বাস্তবতা থেকে নতুন করে লিখতে শুরু করেছে মানুষ তবে সেই শিক্ষা করোনার পরও
থাকবে কিনা এখন সেটিই দেখার বিষয়। এবং অনুষ্ঠান শেষে সকল সমস্যদের মাঝে খাবার বিতরণ করা হয়