ঈদ উল ফিতর উপলক্ষে হবিগঞ্জ মাধবপুর রোজার শেষে সোমবার (২৫ মে) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। তবে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে এবারের ঈদে নেই আনন্দের আমেজ। কঠিন এই সময়ে বিশ্বের সকল ধর্মের মানুষদের ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিরাপদে থেকে ঈদ পালনের আহ্বান জানিয়েছেন ও মিষ্টিমুখ কর্মসূচি পালন করেন নো থ্যাংকস সামাজিক সংগঠন।
উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা অলক রায় এই সময় বলেন হবিগঞ্জের মাধবপুরে নো থ্যাংকস সামাজিক সংগঠনের উদ্যোগে প্রায় ৭০০ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন ।
নো থ্যাংকস সামাজিক সংগঠন পৌরসভার ৭নং ওয়ার্ড, ৯ নং ওয়ার্ড ও পাশাপাশি এলাকা সাতবর্গ বিজয় নগর বাজারে মিষ্টিমুখ কর্মসূচি বাস্তবায়ন করেন।
উক্ত সংগঠন এর সভাপতি নয়ন রায় এই সময় বলেন, আমরা আছি আমরা থাকবো সাধারণ মানুষের মাঝে। তিনি আরো বলে আমাদের সংগঠনের মাধ্যমে অনেক মানবতা ফেরিওয়ালা ভাই-বন্ধু এগিয়ে আসুন মানুষের সুখে দুঃখে পাশে । তিনি আরো বলেন,আমরা করোনাতে নয় বিভিন্ন দুরযোগ এ অসহায় মানুষের পাশে আছি এবং মানুষের পাশে আগামীতে থাকবো। আমাদের অঙ্গিকার ই মানব সেবা এবং মানব কল্যাণে কাজ কররা।
সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী এই সময় বলেন,আমরা সদা প্রস্তুত অসহায়দের পাশে দাড়ানোর জন্য।মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা করবো অসহায়দের মুখে হাসি ফোটাতে।তিনি আরো বলেন যারা আমাদের সাথে থেকে আমাদের সহযোগিতা করেছেন আমাদের অনুপ্রেরণা দিয়েছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা।আমরা আছি অসহায়দের পাশে এবং সদা থাকবো।
তাই এই বিষয়ে জানতে চাইলে তিনি আমার জানান মহামারি করোনা ভাইরাসের হাতে দেশ যখন জব্দ তখন নো থ্যাংকস সামাজিক সংগঠনের মিষ্টিমুখ কর্মসূচির মাধ্যমে সকলে মুখে একটু হাসি ফুটানোর ক্ষদ্র প্রচেষ্টা ।