হবিগঞ্জ মাধবপুরে বাজার লকডাউন অমান্য করে দোকান খোলার অপরাধে মাধবপুর বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় বিভিন্ন ব্যাবসায়ীর কাছ থেকে ৩৪ হাজার ৪০০টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) যৌথভাবে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের লক্ষে মাধবপুরে বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মাধবপুর উপজেলার কিছু অংশ বাজার বন্ধ করে দেয়া হয়। কিন্তু এক শ্রেনীর ব্যাবসায়ী সুযোগ বুঝে দোকান খোলা রেখে বেচা কেনা করেন। এতে ওই দোকানে ব্যাপক ভিড় হয়। একারনে বাজারগুলোতে লোকসমাগম বেড়ে যায়। তাই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন
এ সময় মুল্য তালিকা না থাকায় ও আইন আমান্য করে দোকান খোলা রাখার দায়ে ৩৪হাজার ৪০০ টাকা জরিমানা করেন।
শুক্রবার ২২মে দিন ব্যাপী অভিযান চালিয়ে মাধবপুরের বিভিন্ন বাজারে আইন অমান্য করে দোকান খোলা রাখায় উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আয়েশা আক্তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান ভ্রাম্যমান আদালত পরিচালনা মোট ৩৪হাজার ৪শত টাকা অর্থদন্ড প্রদান করেন
এদিকে প্রশাসনের নির্দেশ অমান্য করে কেউ যাতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হন, এজন্য সকলকে সতর্ক করা হচ্ছে। উপজেলার বিভিন্ন বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা জুড়ে টহল দিচ্ছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।
মাধবপুরে করোনার ঝুঁকি এড়াতে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ফার্মেসি ব্যতীত।উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,৯ এপ্রিল থেকে কৃষি কাজ,আইন শৃংখলা ও জরুরী চিকিৎসা সেবায় ব্যবহৃত পরিবহন ছাড়া কোন গণপরিবহনে জ্বালানী সরবরাহ করা যাবে না, প্রত্যেক দোকানে মূল্য তালিকা বাধ্যতামূলক রাখতে হবে। রমজান উপলক্ষে কোন পণ্যের কৃত্রিম সংকট তৈরী করে মূল্য বাড়ানো যাবে না উপজেলার প্রত্যেক বাজারে প্রতি কঠোর নজরদারী রয়েছে