হবিগঞ্জের মাধবপুর সীমান্ত থেকে মাদক নিতে আসা চাঁদপুরের কচুয়ার হোন্ডারোহী স্বামী-স্ত্রীসহ ৩ জনকে ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
আজ রবিবার (১০-মে) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট তাসনূভা নাশতারান এ আদেশ দেন। চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বিয়ারা গ্রামের স্বপন মিয়া ও তার স্ত্রী রুনা আক্তারকে নিয়ে মোটর সাইকেলযোগে একই উপজেলার বেরকোটা গ্রামের আলম আলী মাদক ক্রয়ের জন্য সীমান্তবর্তী রাজেন্দ্রপুর গ্রামের এক মাদক ব্যবসায়ীর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্গানগর এলাকায় ৫৫, বিজিবির হরষপুর বিওপির নায়েক সুবেদার মাহবুর রহমানসহ একদল জোয়ান তাদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে নগদ দেড় লাখ টাকা, ৪টি মোবাইল জব্দ করে। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। আদালত স্বপন মিয়াকে এক মাসের বিনাশ্রম সাজা, তার স্ত্রী রুনা আক্তারকে ১০হাজার টাকা নগদ অর্থ জরিমানা এবং মোটর সাইকেল চালক আলম আলীকে এক সপ্তাহের সাজা প্রদান করেন। সেই সঙ্গে আদালত তাদের হেফাজত থেকে উদ্ধার হওয়া দেড় লাখ টাকা বাজেয়াপ্ত করেছে।
হবিগঞ্জ বিজিবি ৫৫, ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল এসএন এম সামীউন্নবী চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।