গত কয়েক দিনের সমীকরণ দেখলে মনে হবে ভারতীয় সীমান্ত রক্ষী রা যেন জঙ্গলে শিকারে নেমেছেন, আর সেই জঙ্গল হলো পুরো বাংলাদেশ। এবার নতুন করে বাংলাদেশ ভারত সীমান্ত বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাইনবয়াবগঞ্জ এলাকায় জাহাঙ্গীর (৪০) নামক এক কৃষক কে বাংলাদেশ থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়। ভারতীয় রক্ষীদের হাতে নিহত জাহাঙ্গীর শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়ার আইনাল হকের ছেলে।
নিহত জাহাঙ্গীরের ভাতিজা মাসুদ ও শাহবাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোফাজ্জল হোসেন বর্ণনা করে জানান, শনিবার সকাল ৯টার দিকে জাহাঙ্গীর সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন। এ সময় ভারতের শ্বশানী গোপালনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেন। পরে বাংলাদেশের অভ্যন্তরে তার মরদেহ ফেলে দেন বিএসএফ সদস্যরা।
একদিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, বিষয়টি তিনিও শুনেছেন। কোম্পানি কমান্ডারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান।