সোমবার (২৫ মে) সকালে উপজেলার রুপবাটী ইউনিয়ের শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে পবিত্র ঈদ উল ফিতর এর প্রথম জামাতের সময় এ ঘটনা ঘটে বলে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান।
৭০ বছর বয়সী ইমাম আইউব আলী ওই গ্রামেরই মৃত দেরাজ আলী মুন্সির ছেলে। তিনি ছিলেন উপজেলার নন্দলালাপুর আলিম মাদ্রাসার সিনিয়র প্রভাষক।
মসজিদ কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, সকাল সাড়ে ৮টায় তাদের মসজিদে ঈদের প্রথম জামাত শুরু হয়। তাতে ঈমামতি করছিলেন আইউব আলী।
“নামাজ শুরু করার পর প্রথম রাকাতের দ্বিতীয় সিজদায় গিয়ে তিনি আর উঠছিলেন না। পরে নামাজ ভেঙে অন্যরা উনাকে তোলার পর বুঝতে পারেন, উনি আর নেই।”
এ ঘটনায় এলাকার মানুষজন শোক প্রকাশ করেন। জোহরের নামাজের পর স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে আইউব আলীকে দাফন করা হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি হাবিব আরো বলেন, “উনার বয়স হয়েছিল, তবে কোনো অসুস্থতা বা করোনা উপসর্গ ছিল না। সুস্থভাবেই নামাজ পড়ানো শুরু করেছিলেন। সিজদার মধ্যেই চলে গেলেন।”