অতিরিক্ত যাত্রীর কারণে এ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ট্রলার ডুবির পর নিখোঁজ ১৭ যাত্রীর মধ্যে স্থানীয়দের সহায়তায় প্রথমে চারজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। পরে একে একে সকলের লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, ময়মনসিংহসহ নেত্রকোনার বিভিন্ন এলাকা থেকে ঘুরতে আসা নানা বয়সের মানুষ পর্যটনবাহী ট্রলারে ওঠে মদন উচিৎপুর ঘাট থেকে রাজালীকান্দার রামদীঘা বিলে এসে পৌঁছালে সেখানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন জানায়, মদনের উচিৎপুর ঘাট থেকে ছেড়ে আসা ট্রলারটি ২০/২৫ জন যাত্রী পরিবহনে সক্ষম হলেও সেখানে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। প্রবল বাতাসে অতিরিক্ত যাত্রীবাহী ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। তাদের মধ্যে সাঁতরে ৩১ জনের তীরে উঠতে পারলেও বাকিরা ডুবে যায়। পরে ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা শুরু করে।
উদ্ধারকৃতদের মধ্যে নিহত দুইজন লুবনা আক্তার (১০) ও যুলফা আক্তার (৭) ময়মনসিংহ সদরের বাসিন্দা। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।