জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদার ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছে, চকবাজারে একটি কাপড়ের দোকানের কোনো বিক্রয়কর্মী মুখে মাস্ক না পরায় ওই দোকান মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
দুটি জুতার দোকানের মালিককে বিক্রয়কর্মীর মাস্ক না পরা ও মাস্ক না সরবরাহ করার দায়ে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া স্বাস্থ্যবিধি অমান্য করায় সাতজন ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট আহাদ খানসহ সেনাবাহিনীর সপ্তম পদাতিক ডিভিশনের একটি বিশেষ টিম।