জানা গেছে, ওই মাল্টা বাগানের মালিক ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল জব্বার মিয়া। ওই ৩ শিশুর নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ওইদিন সন্ধ্যায় থানা পুলিশ বাগান মালিক জব্বার মিয়া (৫০) ও তার ছেলে মোঃ হাসান (২২) কে গ্রেফতার করেন।
নির্যাতিত ওই ৩ শিশুরা হলো স্বাধীন (১২), নাহিদ (১১) ও তাওহীদ (১১) তাদের প্রত্যেকের বাড়ি চামি গ্রাম। তারা জানায়, ওই দিন সকালে তাদের বেশ ক্ষুধা অনুভব হয়। পরে ওই বাগানে গিয়ে একটি মাল্টা ছিড়ে খাচ্ছিলো। এ সময় ওই বাগান মালিকের ছেলে তাদের ৩ জনকে ধরে গাছের সাথে বেঁধে প্রথমে মার-ধর ও পরে জুতা পেটা করে।
স্থানীয়রা সাগরকন্যাকে জানান, ওই তিন শিশু স্থানীয় একটি মুরগী ফার্মে কাজ করে। সকালে তারা ওই বাগানে গিয়ে মাল্টা খায়। এ ঘটনায় ওই তিন শিশুকে আটক করে তাদের গাছের সাথে বেঁধে জুতা পেটা করে নির্যাতন করে।
এ ঘটনায় মাল্টা বাগান মালিক জব্বার মিয়া ওই শিশুদের মার-ধরের কথা আংশিক স্বীকার করে জানান, তিনি গত ৩ বছর ধরে মাল্টা বাগান করে আসছেন। শনিবার সকালে ৩ শিশু বাগানে ঢুকে মাল্টা চুরি করে। তাই রাগের বশ:ত তাদের ধরে গাছের সাথে বেঁধে জুতা দিয়ে একটি পিটান দেয়া হয়েছে। এর বেশী কিছু ঘটে নি।
নেছারাবাদ থানা পুলিশের অফিসার ইনচার্জ খন্দকার কামরুল ইসলাম তালুকদার জানান, এ অভিযোগে ওই বাগান মালিক ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে।