আজ ২৮ সেপ্টেম্বর ২০২০, ঢাকা মহানগরীর জজ কে এম ইমরুল কায়েশ রিজেন্ট সাহেদের বিরুদ্ধে এ ঘোষণা শুনান। শাস্তি শুনানির আগেও রাষ্ট্রপক্ষের আইনজীবীর আশা ছিল রিজেন্ট সাহেদের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হবে। তবে আসামি রিজেন্ট সাহেদের পক্ষের আইনজীবীর আশা ছিল ন্যায় বিচার হলে আসামি খালাস পাবেন।
এর আগে গত ১৫ জুলাই করোনার ভূয়া রিপোর্ট তৈরির অভিযোগসহ নানান প্রতারণার কজরণে গ্রেফতার হন সাহেদ। তারপর অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয় অস্র। এর পরের ৩০ জুলাইয়ে তদন্ত কর্মকর্তারা অভিযোগ পত্র জমা দেন সাহেদের বিরুদ্ধে। তার পরের ২৭ শে আগস্ট থেকে তার বিচার শুরু হয়। তার পরের ৫ কার্যদিবসের পরে ১১ জনের সাক্ষী নিয়ে আজ ২৮ সেপ্টেম্বর সাহেদের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।