সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরপর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বেড়ে ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। তবে সর্বোচ্চ বৃষ্টিপাত বেকর্ড করা হয়েছে রংপুরে ১৯৫ মিলিমিটার। এতে কোথাও কোথাও তীব্র যানজট দেখা দেয়।
সরেজমিনে দেখা গেছে, বৃষ্টিজলে তলিয়ে যায় রাজধানীর শাহজাহানপুর, রাজারবাগ, মিরপুর, ধানমন্ডি, কারওয়ানবাজার, তেজগাঁও, বিজয় সরণীসহ রাজধানীর বিভিন্ন এলাকার প্রধান সড়ক। এছাড়াও মিরপুর এলাকার কাজীপাড়া থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা পর্যন্ত কোথাও হাঁটু আবার কোথাও কোমড় পানি। যানবাহন চলাচলে অসুবিধা হওয়ায় যানজট লেগেই আছে। আবার জলাবদ্ধতা দেখা দিয়েছে তেজগাঁওয়ের নাখালপাড়া, বেগুনবাড়ি, ফার্মগেটের পশ্চিম তেজতুরী বাজার, পশ্চিমবাজার ও বসুন্ধরা সিটির পেছনের গলিতে। সেখানকার বেশ কিছু বাসার নিচতলায় পানি ঢুকে গেছে। এছাড়া মগবাজার, কাঁঠালবাগান ঢাল, পরিবাগ, আজিমপুরসহ রাজধানীর আরো বেশ কয়েকটি এলাকা।
এ অবস্থায় রাজধানীর অফিসগামী মানুষ, পথচারী ও যানবাহন চালক এবং শ্রমজীবী মানুষেরা পড়েছেন ভোগান্তিতে। রিকশাচালক, সবজি বিক্রিতাসহ নিম্নআয়ের মানুষজন পরনের কাপড় ভিজিয়েই তাদের দৈনন্দিন কাজে বেরিয়েছেন। কর্মজীবীদের অনেকেই ভিজে কর্মক্ষেত্রে গেছেন। আবার অনেকে জলাবদ্ধতার কারণে বাসা থেকেই বের হতে পারছেন না।