এসময় শিক্ষকরা বলেন, বর্তমান করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের মতো কিন্ডারগার্টেন স্কুলগুলোর অবস্থাও শোচনীয়। সরকার যদি প্রণোদনা না দেয় তাহলে ৭৫ ভাগ কিন্ডারগার্টের স্কুল বন্ধ হয়ে যাবে বলেও জানান তারা।
কর্মসূচিতে যোগ দিয়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কো-চেয়ারম্যান মো.আব্দুল বাকি বলেন, “করোনায় মহাদুর্যোগে পড়েছেন দেশের লাখ লাখ কিন্ডারগার্টেন শিক্ষকরা। কোনো আয় না থাকায় পরিবার নিয়ে অতিকষ্টে জীবনযাপন করছেন।“
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কো-চেয়ারম্যান মো. আব্দুল্লাহ বাকি, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মাজেদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম অনিক, শিক্ষা সম্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।