1. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  2. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  3. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
খোশবাস বার্তা

‘মুজিববর্ষ’ উপলক্ষে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ১১৫৮ বার পঠিত
বিজিবির বৃক্ষরোপণ - khosbashbarta
বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি মুজিববর্ষ উপলক্ষে। (ছবি: সংগৃহীত)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মারক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০ এর উদ্বোধন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। মঙ্গলবার (৭ জুলাই) বিজিবি মহাপরিচালক গতকাল সকালে বিজিবি সদর দফতরে পিলখানায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পূর্ব পার্শ্বের মাঠে একটি বট গাছের চারা  রোপণ করে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০’ এর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি-প্রধান বেশি বেশি বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সুস্থ জীবনযাপন ও কর্মপরিবেশ নিশ্চিত, জীবনযাত্রার মানোন্নয়ন এবং বায়ু ও অন্যান্য পরিবেশ দূষণ রোধ, জলবায়ুর বিরূপ প্রভাব জনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ জীববৈচিত্রের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমাদের অধিক পরিমাণে বৃক্ষরোপণ করা প্রয়োজন।

তিনি এই বাহিনীর সদর দফতরসহ, সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপির খালি জায়গায় বিভিন্ন জাতের বৃক্ষরোপণ এবং পার্বত্য এলাকার ইউনিট/বিওপি/ক্যাম্পসমূহে ফলজ বৃক্ষের চারা রোপণ করার প্রত্যয় ব্যক্ত করে এ কর্মসূচি সফল করার জন্য বিজিবির সব সদস্যকে আহ্বান জানান। তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে অভিমত ব্যক্ত করেন নব সৃজিত ইউনিট সমূহের বৃক্ষরোপণ পরিকল্পনা এমনভাবে করতে হবে যাতে ইউনিটের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত না হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সামাজিক দূরত্ব বজায় রেখে পিলখানার  জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
corona safety
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৪
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417