এ নিয়ে শরীয়তপুর জেলায় মোট আক্রান্ত রোগী ৪৭২ জন। এদিকে জেলায় মোট সুস্থ হয়েছেন ২১৭জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন ০৫ জন।
২৭/০৬/২০ (শনিবার) আক্রান্ত ব্যাক্তিরা হলেন,শরীয়তপুর সদর পৌরসভায় ১৫ জন, চিতলিয়া ৪ জন, রুদ্রকর ১ জন, বিনোদপুর ১ জন।
গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নে ৯ জন, গরিবেরচর ইউনিয়নে ১ জন।
নড়িয়ার পৌরসভায় ১১ জন, ভোজেশ্বর ১ জন, কেদারপুর ২ জন।
জাজিরা পৌরসভায় ১ জন, মুলনা ১ জন, বড় কান্দি ১ জন, বিলাশপুর ১ জন।
ডামুড্যা পৌরসভায় ৬ জন, ধানকাটি ১ জন।ভেদরগঞ্জ পৌরসভায় ৩ জন।
গত ২৪ ঘন্টায় জাজিরা উপজেলায় ০৯ জন, গোসাইরহাট উপজেলায় ০১ জন,ও ডামুড্যা উপজেলায় ০১ জন রোগিকে সুস্থ ঘোষনা করা হয়েছে।
এখন পর্যান্ত শরীয়তপুর জেলায় মোট ৫১৩০ টি সন্দেহভাজনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৪৬০৫ জনের নমুনা পরিক্ষার ফলাফল এসেছে।