জোহরের নামাজের পর জানাজা শেষে মোস্তাফা কামালকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, পাঁচ মেয়ে ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
মোস্তাফা কামালের মৃত্যুতে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি নুর নবী খান ও সমিতির সকল পরিচালক, সকল কর্মকর্তা-কর্মচারীরা, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, বাংলাদেশ নিউজ পেপার সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতি গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সমিতির পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য মাগফেরাত কামনা করেন।
জানা গেছে, মোস্তাফা কামাল মঙ্গলবার রাতে অসুস্থ্যতা বোধ করলে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৬টা ১০ মিনিটে তিনি মারা যান।