আজ ১৫ জুন ২০২০-এ পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় এসআই এস এম মুকুল মিয়া এবং কনস্টেবল আবুল হোসেন আজাদের মৃত্যুর খবর।
এস আই এস এম মুকুল মিয়া (৫৫) কর্মরত ছিলেন ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও থানায়। এস আই এস এম মুকুল মিয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইমপালস হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হোন এবং চিকিৎসাধীন অবস্থায় সোমবার(আজ) সকালে মারা যান।
অন্যদিকে কনস্টেবল আবুল হোসেন আজাদ (৫১) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হোন। এবং সোমবার (আজ) চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে মারা যায়। তিনি ঢাকা ডিএমপির উত্তরা বিভাগের আজমপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ সদর দপ্তর থেকে জানা যায় উভয় পুলিশ সদস্য এসআই এস এম মুকুল মিয়া এবং কনস্টেবল আবুল হোসেন আজাদের লাশ তাদের নিজ নিজ গ্রামে পাঠানো হয় ।
মহামারী করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে নিয়মিত পুলিশ, আর্মি সহ ভিবিন্ন নিরাপত্তা কর্মী দিনরাত ডিউটি করে যাচ্ছে, দিয়ে যাচ্ছে নিয়মিত নিরাপত্তা । যার কারণে বাহীনি গুলোতে দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। যেখানে ৯০ হাজার পুলিশের মধ্যে আক্রান্তের সংখ্যা ৭ হাজার। তবে করোনায় সুস্থতার সংখ্যা পুলিশে বেশী।
পুলিশে এ পর্যন্ত মোট আক্রান্ত ৭০০০, মোট মৃত্যু ২৭ এবং মোট সুস্থ ৩৭৬৬ জন।